ভূঞাপুরে মাদক কারবারির কারাদন্ড


আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। মঙ্গলবার (৬ মে) বেলা ১১ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ ৩ মাদক কারবারিদেরকে উপজেলার মাইজবাড়ি এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বাহাদীপুর গ্রামের অহেদ আলীর ছেলে লিটন(৩২)। মাইজবাড়ি গ্রামের ময়নাল শেখের ছেলে শাহরিয়ার মাহবুব (৩২) এবং মাইজবাড়ি গ্রামের খলিল শেখের ছেলে শহিদ (৭৫)।
পুলিশ জানায় মাদক ক্রয় বিক্রয়ের সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে মাদক পাওয়া যায়। পরে তাদের ৩ জনকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ৫ শত টাকা করে অর্থদন্ডপ্রদান করেন। স্থানীয়রা জানান, এরা দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
তাদের গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, “মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।