শনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পূর্বধলায় জালিয়াতির মাধ্যমে আয়া পদে নিয়োগ নেওয়ার অভিযোগ 

আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার আৎকাপাড়া উচ্চ বিদ্যালয়ে জাতীয় পরিচয়পত্রে নাম ও বয়স জালিয়াতির মাধ্যমে আয়া পদে নিয়োগ নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী সুমি আক্তার লিখিত অভিযোগ দাখিল করেছেন সংশ্লিষ্ট দপ্তরে।

সুমি আক্তার জানান, ২০২২ সালের ১৪ আগস্ট আয়া, অফিস সহায়ক ও নিরাপত্তা কর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতে ধলামূলগাঁও ইউনিয়নের আৎকাপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের স্ত্রী ও আজমত আলীর কন্যা নার্গিস আক্তার আয়া পদে আবেদন করেন। তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ ২৫ আগস্ট ১৯৮৩। ফলে তার বর্তমান বয়স ৪০ বছর। অথচ নিয়োগ বিধি অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।

অভিযোগে বলা হয়েছে, নার্গিস আক্তার পরে নিজের নাম পরিবর্তন করে ‘নাসিমা আক্তার’ করেন এবং নতুন জন্ম নিবন্ধন সনদে জন্মতারিখ দেখানো হয় ২৫ আগস্ট ১৯৯৩, যাতে তার বয়স দাঁড়ায় ৩০ বছর। পিতার নামও পরিবর্তন করে দেখানো হয়েছে আমজদ আলী। এতে করে মা-ছেলের বয়সের ব্যবধান দাঁড়িয়েছে মাত্র ৯ বছর, যা প্রশ্নবিদ্ধ।

ভুক্তভোগী সুমি আক্তার ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে নিয়োগপ্রাপ্ত নাসিমা আক্তার দাবি করেন, তিনি কোনো প্রকার জালিয়াতির মাধ্যমে নয়, বৈধভাবে চাকরিতে নিয়োগ পেয়েছেন। তবে, তার নাম নার্গিস আক্তার নয় বলেও জানান তিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান বলেন, ‘নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম হয়নি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়