বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুমকিতে পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, পায়রা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তায়েবা (৮) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার লেবুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কারিকরপাড়া এলাকায় এ মর্মান্তিক পানিতে ডুবির ঘটনাটি ঘটেছে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুর ২টার দিকে কারিকরপাড়ার বাসিন্দা জামাল কারিকরের ৮বছর বয়সী শিশুকন্যা তায়েবা বাড়ি সংলগ্ন পায়রা নদীর ঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুজি করে না পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি খবর দেয়।

বিকেল ৩টায় ডুবুরি দল টানা আড়াই ঘন্টা চেষ্টার পর বিকেল ৫টার দিকে মাছ ধরা জাল টেনে শিশুটির মরদেহ উদ্ধার করতে সমর্থ হয়। দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা রুজু হয়েছে। লাশ দাফন করার জন্য পরিববারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়