খালেদা জিয়াকে স্বাগত জানাতে ট্রেনে ঢাকায় আসছেন বিএনপি নেতাকর্মীরা


সংবাদের আলো ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দোহা বিমানবন্দর থেকে বাংলাদেশের পথে যাত্রা করে। সকাল ১০টায় খালেদা জিয়াকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এদিকে. প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ভোর থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। সড়কপথের ভোগান্তি এড়াতে দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রেনযোগে নেত্রীকে শুভেচ্ছা জানাতে আসছেন অনেকে। ঢাকা অভিমুখে প্রায় প্রতিটি ট্রেনেই কমবেশি আছেন বিএনপি নেতাকর্মীরা। অধিকাংশই নামছেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে।
সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ দক্ষিণ যুবদল নেতা দিদারুল ইসলাম রাজুর নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী আসেন ঢাকায়। কমিউটার ট্রেন থেকে নেমেই স্লোগান দিতে থাকেন তারা। বিএনপি কর্মী সাজ্জাদ বলেন, আমরা ভাইয়ের নেতৃত্বে এসেছি, আগেও রাজপথে ছিলাম। আমাদের গণতন্ত্রের মা আজ দেশে ফিরছেন, এটা বড়ই আনন্দের খবর। তার আগমনে আমরা ধন্য। প্রিয় নেত্রীর সুস্বাস্থ্য কামনা ও শুভেচ্ছা জানাতে আমরা এসেছি।
লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসা ‘ফিরোজা’য় উঠবেন তিনি।
ঢাকায় খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছিলেন। ওই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে গত ৮ জানুয়ারি লন্ডনে যান খালেদ জিয়া। সেই বিশেষ বিমানেই লন্ডন থেকে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।