রায়গঞ্জে ৬০ দুস্থ পরিবারের মাঝে দোস্ত এইডের টিউবওয়েল বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণের লক্ষ্যে মানবিক উন্নয়ন সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৬০টি দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করেছে। মঙ্গলবার সকালে উপজেলার ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম মাসুদ রানা। এতে সভাপতিত্ব করেন দোস্ত এইডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হুমায়ুন কবির বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা এখন সময়ের দাবি। অনেক পরিবার এখনো দূষিত পানির কারণে নানান রোগে আক্রান্ত হয়।
দোস্ত এইডের এই টিউবওয়েল বিতরণ প্রকল্প সেই সংকট নিরসনে একটি কার্যকর উদ্যোগ। আমি দোস্ত এইডকে ধন্যবাদ জানাই এমন সময়োপযোগী কাজের জন্য এবং আশা করি, ভবিষ্যতেও তারা মানবিক উন্নয়নে এভাবেই কাজ করে যাবে।” সভাপতির বক্তব্যে কহিনুর আলম চৌধুরী বলেন, “দোস্ত এইড সবসময় মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করে আসছে। শুধু টিউবওয়েল নয়, আমরা প্রতিটি পরিবারের জন্য স্থায়ীভাবে নির্মিত প্ল্যাটফর্ম তৈরি করছি, যাতে তারা দীর্ঘ সময় নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পায়।
আমাদের লক্ষ্য হলো, প্রতিটি পরিবার যেন মর্যাদার সঙ্গে টিকে থাকতে পারে।” তিনি আরও জানান, সিরাজগঞ্জ ব্রাঞ্চের মাধ্যমে দোস্ত এইডের প্রায় সবগুলো প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে, যার ধারাবাহিকতায় রায়গঞ্জ উপজেলায় কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোস্ত এইডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাজহারুল ইসলাম, এক্সিকিউটিভ নাজমুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোস্ত এইডের কর্মকর্তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপদ পানির উৎস স্থাপন করা হচ্ছে। প্রতিটি টিউবওয়েল স্থাপনের পাশাপাশি টেকসই প্ল্যাটফর্ম নির্মাণ করে দেওয়া হবে, যাতে এটি দীর্ঘমেয়াদে উপকার দেয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।