বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মহাদেবপুরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে আদিবাসী নারী আহত,বিএনপি নেতার ছেলে আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বিএনপি নেতার মাদকাসক্ত পুত্রের ছুরিকাঘাতে এক আদিবাসী নারী গুরুতর আহত হয়েছে।আহত এ আদিবাসী নারীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 সোমবার(২০ অক্টোবর)রাতে উপজেলার ভীমপুর আদিবাসী পল্লীতে ঘটনাটি ঘটে।

এসময় ওই পল্লী লোকজন ওই বিএনপি নেতার পুত্র সাখোয়াত হোসেনকে (৪৫) আটক করে স্থানীয় চৌমাশীয়া নওহাটা পুলিশ ফাঁড়িতে সোর্পদ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোস্তফা মুঠোফোনে জানান,ওইদিন রাত ১১ টার দিকে উপজেলার ভীমপুর আদিবাসী পল্লীতে কালীপুজার অনুষ্ঠান চলছিল।এসময় একই গ্রামের সাখোয়াত হোসেন অতর্কিত ভাবে আদিবাসী নারী মুনি সরেনের (৫৫) উপর হামলা চালিয়ে মারপিট করাসহ শরীরের কয়েক স্থানে ছুরিকাঘাত করে।এসময় ওই পল্লীর লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।ছুরিকাঘাতে আহত মুনি সরেন হলো ২০০০ সালের ১৮ আগস্ট দেশব্যাপী আলোচিত এ পল্লীতে জোতদার বাহিনীর হামলায় নিহত আলফ্রেড সরেনের বড় বোন।

স্থানীয়রা জানান,আটককৃত মাদকাসক্ত সাখোয়াত হোসেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুর রমহানের পুত্র।এঘটনায় মহাদেবপুর থানায় একটি মামলা হয়েছে এবং আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে ফাঁড়ির এ পুলিশ কর্মকর্তা জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়