আশুলিয়ায় তিতাসের বিশেষ অভিযানঃ সাত শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


স্টাফ রিপোর্টার: আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অভিযান চালিয়ে সাত শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়া জোনাল অফিসের আওতাধীন ইউছুফ মার্কেট ও ধনাইধ এলাকায় দুই কিলোমিটার পর্যন্ত এলাকা জুড়ে অভিযান চালিয়ে ৭ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন বিচ্ছিন্ন করে।
এ অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার এবং তিতাস গ্যাসের আশুলিয়া জোনাল অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন।
আশুলিয়া জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন বলেন, আশুলিয়ার ইউছুফ মার্কেট ও ধনাইদ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই কিলোমিটার ব্যাপী ৭ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ অভিযানে সহকারী প্রকৌশলী মো. আসোয়াত হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলী, সহকারী ব্যবস্থাপক সৈয়দ মুয়াজ হোসেন হৃদয়, সহকারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।