মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নেত্রকোনায় পুকুর ভাসমান অবস্থায় দোকানদারের মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ার দূর্গাশ্রম-পুগলগাও গ্রামে চৌধুরী অটো রাইস মিলের পুকুরে ভাসমান অবস্থায় রাজন তালুকদার  (২৬) নামের এক চা দোকানদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের খবরের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুরে আটপাড়া থানার পুলিশ মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মর্গে প্রেরণ করে।

রাজন আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের দেশিউড়া গ্রামের আবুল কালাম তালুকদারের ছেলে। তিনি চৌরাস্তা বাজারে চায়ের দোকানদার ছিলেন।

রাজনের বাবা আবুল কামাল জানান, গত রবিবার বিকেলে বাড়ি রাজন থেকে ১৪/১৫ হাজার টাকা নিয়ে দোকান খুলতে বাজারে যান। এক পর্যায়ে অন্যদের দোকান বন্ধ করার কথা বলে দোকান খোলা রেখে চলে যান। এরপর আর বাড়ি ফিরে আসেনি। পরে খোঁজাখুঁজি করতে থাকলে আজ মঙ্গলবার চৌরাস্তা বাজার সংলগ্ন দূর্গাশ্রম-পুগলগাও গ্রামের একটি পুকুরে মরদেহ ভাসতে থাকলে স্থানীয়রা দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে অর্ধ গলিত মরদেহটি উদ্ধার করে। পরে রাজনের বাবা কাপড়ও জুতা দেখে নিশ্চিত করে এটি রাজনের মরদেহ।

রাজনের প্রতিবেশী বিদ্যা মিয়া জানান, আমরা খবর পেয়ে পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পাই। মরদেহটি উপরে তোলার পর মরদেহের মাথায় এবং গলার পাশে দুটি আঘাতের চিহ্ন দেখা যায়।

স্থানীয় জানান, রাজনের প্যান্টের নিচ থেকে পলিথিনে মোড়ানো কিছু এটা দেখা গেছে। তবে ধারণা করা যাচ্ছে এতে গাঁজা সাদৃশ্য বস্তু রয়েছে। মাদকের জন্য এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী।

আটপাড়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, সুরতাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়