সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাংলাদেশ থেকে আরও জনবল নিতে চায় ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সংবাদের আলো ডেস্ক: ইতালির সরকার বাংলাদেশ থেকে আরও জনবল নিতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (০৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ই মাত্তেও পিয়ান্তেদোসির সঙ্গে হয় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত প্রায় ১ লাখ লোক ইতালিতে রয়েছে। বাংলাদেশিরা ভালো কাজ করছে সেখানে। তবে অবৈধভাবে যাতে কেউ ইতালিতে না যায় সে ব্যাপারে জানিয়েছেন তারা।

ইতালি সরকার বাংলাদেশ পুলিশ, বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই ব্যাপারে দুই দেশই একমত হয়েছে। দুই দেশের মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে কেউ মব জাস্টিস করার চেষ্টা করে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনা ঘটার আগেই যাতে মব জাস্টিসদের ধরা হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়