সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে আত্মগোপনে থাকা আ. লীগ নেতার মৃত্যু

সংবাদের আলো ডেস্ক: সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা দানী (৬০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সোমবার (৫ মে) সকাল ১১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। শহরের দিয়ারধানগড়া মহল্লার বাসিন্দা দানী মোল্লা মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না নিজের ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।নিহতের স্বজনরা জানিয়েছেন, ঢাকার একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় সোমবার ভোরে ডায়বেটিস জিরো হয়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। আজ সোমবার বাদ এশা দিয়ারধানগড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে মালসাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দানিউল হক মোল্লা আত্মগোপনে চলে যান।তার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় কয়েকটি হত্যা মামলা রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়