সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শাপলা চত্বরে গণ হত্যার প্রতিবাদ : গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি: শাপলা চত্বরে গণ হত্যার প্রতিবাদে সোমবার ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোড গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা ও উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ফয়সাল কবির রানা, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান, জেলা সেক্রেটারী শাওন হাসান, সাহিত্য সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা অফিসের দপ্তর সম্পাদক ইউসুফ আল কার্যাভী, সদর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সৈয়দ আজহার, ছাত্রশিবির গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি শাকিল আহম্মেদ, সম্পাদক মো. তারিকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে সঞ্চালনা করেন পৌর ছাত্রশিবিরের সভাপতি হুমায়ন ফারহান সাদিক। বক্তারা ২০১৩ সালের ৫মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ফ্যাসিস্ট সরকারের দোসররা নির্মম হত্যাকাণ্ড চালিয়ে অসংখ্য মানুষকে খুন করেছে। বক্তারা এই কাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সেইসাথে ওই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়