নির্বাচন নিয়ে টালবাহানা হলে রাজপথে নামব: ফারুক


সংবাদের আলো ডেস্ক: নির্বাচন নিয়ে টালবাহানা হলে, ১/১১ এর মতো পরিস্থিতি সৃষ্টি হলে প্রয়োজনে রাজপথে নামব বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। জাতীয় নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা শেষ করে দ্রুত নির্বাচন দিন। বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার। শনিবার (১৯ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘অনির্বাচিত সরকার গণতন্ত্র, বিনিয়োগ ও উন্নয়নে বড় বাধা এবং জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে’ বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির আলোচনা সভায় এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক।
১৬ বছর ধরে যে দাবি আদায়ে বিএনপি আন্দোলন করছে তা বাস্তবায়নে ড. ইউনূসের প্রতি আহ্বান জানান তিনি।জয়নুল আবদিন বলেন, নির্বাচনের আগে ফ্যাসিবাদীদের নিয়ে ভাবনার কিছু নেই। রাজনীতির মাঠে আর কখনোই তারা আসতে পারবে না।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।