কালিয়াকৈরে ৫দফা গণদাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
পুনম শাহরীয়ার ঋতু,স্টাফ রিপোর্টার: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি নভেম্বও এর মধ্যে, আগামী জাতীয় নির্বাচনে উভয়ে কক্ষে পিআর পদ্ধতিতে চালু করা সহ ৫দফা গণদাবি আদায়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় সোমবার বিকালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
জেলা জামায়াতে সেক্রেটারী শফি উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী সাবেক সচিব শাহ আলম বকসি, উপজেলা জামায়াতে আমীর বেলাল হোসেন সরকার, পৌর জামায়াতে আমীর ইয়াসিন আলী র্মৃধা, জেলা জামায়াতে এসিস্টেন্ট সেক্রেটারী আনিছুর রহমান বিশ্বাস, আব্দুল জলিল আকন্দ প্রমুখ।
এসময় বক্তারা বলেন অতিবিলম্বে জুলাই সনদ বাস্তাবায়ন করতে হবে। ১৭ বছর যে ফ্যাসিবাদী সরকার জুলুম অত্যাচার চালিয়েছে। মানুষের ভোটের অধিকার কেরে নিয়েছে । জনগনের টাকা আত্বসাৎ করে বিদেশে প্রাচার করেছে। তা আর হতে দেয়া যাবেনা। জুলাই আগষ্ট আন্দোলনের মাধ্যমে ফ্যসিবাদ সরকারের পতন হয়েছে। এবারের নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত করে দেশ থেকে দূর্নীতি প্রথা দুর করতে হবে।
এসময় একটি বিক্ষোভ র্যালি সফিপুর বাজারের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিন করে সফিপুর মর্ডান হাসপাতালের সামনে এসে শেষ হয়। এতে জামায়াতে ইসলামীর প্রায় তিন শতাধিক নেতাকর্মী এতে অংশ নেয়।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।