সিরাজগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন
সিরাজগঞ্জ প্রতিনিধি: ১ লাখ টাকা যৌতুকের জন্য সিরাজগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী নাজমুল হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা অর্থ দন্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দিয়েছেন।
দন্ডপ্রাপ্ত আসামী নাজমুল হোসেন জেলার কাজিপুর উপজেলার আকনাদিঘী গ্রামের নজরুল ইসলামের ছেলে। আদালতের (পিপি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা দিয়েছেন বিচারক। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি রহিজ উদ্দিন, তার স্ত্রী মুজুয়ারা ও মোছাঃ সেলিনা খাতুনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। মামলা সুত্রে জানা যায়, ২০২১ সালে নাজমুল হোসেনের সাথে বাড়ির পাশ্ববর্তী মীম খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২০২১ সালের ১৩ নভেম্বর তারা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে। বিয়ের পর থেকে নাজমুল হোসেন ১ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রী মীমকে চাপসৃষ্টি করে এবং শারীরিক নির্যাতন চালায়। একপর্যায়ে ২০২২ সালের ৬ এপ্রিল মীমকে মারপিট করে হত্যা করে নাজমুল ও তার পরিবারের সদস্যরা। এই ঘটনায় নিহতের পিতা রাসেল মিয়া বাদী হয়ে কাজিপুর থানায় ৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ বিচারক নাজমুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও বাকি তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।