জুলাই আন্দোলন বিপ্লব নয়, গণতান্ত্রিক আকাঙ্খা থেকেই এ অভ্যুত্থান: সালাহউদ্দিন আহমেদ


সংবাদের আলো ডেস্ক: জুলাই আন্দোলন কোনো বিপ্লব নয়, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকেই ছাত্র-জনতা গণতান্ত্রিক গণঅভ্যুত্থান ঘটিয়েছে। রোববার (১৩ এপ্রিল) বিকেলে প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এসময় গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে দ্রুত ভোটের ব্যবস্থা করার আহ্বানও জানান বিএনপির এ নেতা।
সালাহউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের উল্টো দিকে চলবেন, নির্বাচনের কথা বলে ধোঁয়াশা তৈরি করবেন তা দেশের মানুষ মেনে নেবে না। স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে বলেন, জনগণ নাকি তাদের ৫ বছর চায়। কিন্তু জনগণ তো উনার পদত্যাগ চেয়েছেন সেটা তিনি দেখেন না। কাদের এজেন্ডা বাস্তবায়নে নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলছেন এ প্রশ্নও তোলেন বিএনপির এ নেতা। কাদের সুবিধা দিতে নির্বাচন নিয়ে অতিকথন হচ্ছে তাও জানতে চান তিনি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।