নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কে বাস সার্ভিস চালু কথা রাখলেন ইউএনও রাজীব চৌধুরী


মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: বহুল কাঙ্ক্ষিত ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কে চালু হয়েছে পাবলিক বাস সার্ভিস। গত ২৯ মার্চ থেকে ‘দিগন্ত’ নামে একটি নতুন বাস সার্ভিস চালু করা হয়েছে। এটি নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর পর্যন্ত চলবে। নতুন বাস সার্ভিস চালুর ফলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এছাড়াও স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আগে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে ২৪ কিলোমিটার পথের জন্য সিএনজিতে জনপ্রতি ভাড়া ছিল ১২০ টাকা। এখন পাবলিক বাস চালু হওয়ায় কম খরচে যাতায়াতের সুযোগ সৃষ্টি হয়েছে। এ রোডে প্রতিদিন চলাচলকারী মো. ইব্রাহিম খলিল উল্লাহ জানান, আমি রেলওয়েতে ব্রাহ্মণবাড়িয়া চাকুরী করি। আমার বাড়ি নবীনগর হওয়ায় প্রতিদিন বাড়ি চলে আসতাম।
কিন্তু প্রতিদিন আমার সিএনজি ভাড়া ২৪০ টাকা লাগতো। এখন বাস সার্ভিস চালু হওয়ায় ১২০ টাকায় চলে আসতে পারি। বাস সার্ভিস চালু করায় ইউএনও রাজীব চৌধুরী স্যারসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। কথা হয় এ রোডে চলাচলকারী শিক্ষক আশিকুজ্জামানের সাথে। তিনি বলেন নবীনগর থেকে আমি প্রতিদিন আমার কর্মস্থলে ধনাশী উচ্চ বিদ্যালয়ে যাই। আগে যেখানে ভাড়া লাগতো ১৪০ টাকা এখন বাস সার্ভিস চালু হওয়ায় ৪০ টাকায় আমার আসা যাওয়া হয়ে যায়।
আমাদের বহুদিনের আশার প্রতিফলন ঘটানোর জন্য ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। দিগন্ত বাস সার্ভিসের ড্রাইভার নাসিম আহমেদ জানান,দ্রুত যাত্রী হয়ে যায় বিধায় ১০-২০ মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে দেওয়া সম্ভব হচ্ছে। রাস্তা ভালো হওয়ায় আমরা দ্রুত যাত্রীদের গন্তব্যে নিয়ে যেতে সক্ষম হচ্ছি। বাস সার্ভিস চালু হওয়ায় যাত্রীরা অনেক খুশি। প্রশাসনের তদারকি থাকায় রাস্তায় কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছেনা আমাদের। এ ব্যাপারে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী বাস সার্ভিস চালুর বিষয়ে বলেন, নবীনগরবাসীর জন্য এটি ছিল একটি ঈদ উপহার ও দীর্ঘদিনের প্রাণের দাবি নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর পর্যন্ত বাস সার্ভিস চালু করা, এই বাস সার্ভিস চালুর কথা রাখতে পেরে আমি নিজেও আনন্দিত।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।