বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে ভিক্ষুককে মিশুক গাড়ি প্রদান

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: ভিক্ষা মানেই অপমান, ছাড়লে ভিক্ষা বাড়বে মান, এসো ভিক্ষা ছেড়ে বাড়াই মান, আছে বিকল্প কর্মসংস্থান” এ প্রতিপাদ্যকে ধারন করে কুড়িগ্রামের উলিপুর এক ভিক্ষুককে একটি মিশুক গাড়ি প্রদান করা হয়েছে। গত সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় এক ভিক্ষুককে মিশুক গাড়ি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি সমাজসেবা অধিদপ্তর ঢাকা কর্তৃক ভ্রামমান আদালত পরিচালনা করে উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের আল আমিন নামের এই ভিক্ষুককে আটক করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়