আন্দলোনের মুখে স্থগিত হলো জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি


রায়হান আলী: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলার একাংশের নানা অভিযোগ ও আন্দোলনের মুখে সদ্য ঘোষণাকৃত আহ্বায়ক কমিটি স্থগিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে সংগঠনটির ভেরিফাই ফেজবুক পেজের মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, এতে আহ্বায়ক করা হয় সজীব সরকার এবং মেহেদী হাসান কে সদস্য সচিব করা হয়। এরপর দিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মুনতাছির মেহেদীর ও তার অনুসারীরা আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন।এসময় তিনি দাবি করেন নতুন আহ্বায়ক কমিটিতে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা রয়েছে এমন অনেকেই স্থান পেয়েছে অনেকেই। এই কমিটিতে তিনিসহ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অনেকেই স্থান না পাওয়ায় সবাই বৈষম্যের শিকার হয়েছেন বলে জানান। এদিকে নতুন এই কমিটি স্থগিতের দাবিতে সোমবার (১০ ফ্রেব্রুয়ারি) বিকেলে চারটা থেকে যমুনা সেতুর পশ্চিম পাড়ে মহাসড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলার একাংশ। অবরোধ কর্মসূচি চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ সিরাজগঞ্জের কমিটি ভুয়া ভুয়া, ভুয়া কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেওয়া হচ্ছে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় কমিটি যতোক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না মেনে নেবে, ততোক্ষণ পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। নতুন এই আহ্বায়ক কমিটি স্থগিত হওয়ায় সিরাজগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসীর মেহেদী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।