শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

চাটমোহরের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন

সঞ্জিত চক্রবর্তী, চাটমোহর (পাবনা) প্রতিনিধি: চাটমোহরে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ষ্টার মোড় এলাকায় চাটমোহরের শিল্পী সাংস্কৃতিক কর্মীদের আয়োজনে সমাবেত কন্ঠে গাওয়া হয়- “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।এসময় ছাত্র সমাজ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ছাত্র, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ঘন্টাব্যাপী অনুষ্ঠানে কয়েকবার জাতীয় সংগীত গাওয়া হয়। বক্তব্য রাখেন- স্বজল বিশ্বাস, আসাদুজ্জামান দুলাল, আলমগীর মোহাম্মদ, গৌতম কুন্ডু প্রমূখ।

বক্তারা জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তনের যে পাঁয়তারা চলছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, বাংলাদেশে যে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বলবৎ আছে এটা কোনক্রমে পরিবর্তনের হতে দেওয়া যাবে না। ‘জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র, রুখে দিতে হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়