সিরাজগঞ্জে জিংক সমৃদ্ধ ধান চাষ প্রসারে উত্তরনের পথ বিষয়ক সভা অনুষ্ঠিত
 
                                          
                    
আজিজুর রহমান মুন্না: সিরাজগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের চাষ সম্প্রসারণে বিরাজমান সমস্যা এবং এবং উত্তরণের পথ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা: দ্য চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেইন্টস, বাস্তবায়নকারী সংস্থা: হারভেস্ট প্লাস। লামা বিডি এবং ভিআরডিএস বাংলাদেশ প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে,  মঙ্গলবার (২৭ আগষ্ট)  সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কৃষি সম্প্রসারণ  অধিদপ্তর খামারবাড়ি  সিরাজগঞ্জের প্রশিক্ষণ হলরুমে   উক্ত সভায় সভাপতিত্ব করেন,  ডিএই (অব:) অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: আরশেদ আলী।  সভায় সন্মানিত অতিথি হিসেবে  বক্তব্যে রাখেন,  খামারবাড়ি ডিএই (অব:) পরিচালক কৃষিবিদ শাহ মোহা: আকরামুল হক,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর,  জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এ,কে,এম, মফিদুল ইসলাম,  জেলা বীজ প্রত্যয়ন অফিসার মুহা: মশিদুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা: আ.ফ.ম.ওবায়দুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন,  হারভেস্ট প্লাস রিজিওনাল কো-অর্ডিনেটর মো: জাকিউল হাসান, শুভেচ্ছা বক্তব্য রাখেন ভিআরডিএস নির্বাহী পরিচালক ফকরুন নাহার। সভায় উক্ত প্রকল্পের বিষয়বস্তু উপস্থাপন করেন,  এলডিএস প্রজেক্ট কনসালটেন্ট সালে মো: শিহাব উদ্দিন এবং হারভেস্ট প্লাস কমিউনিকেশন ও অ্যাডভোকেসী অফিসার সৈয়দা নুহেরা বেগম। দেশীয় বিজ্ঞাানীদের উদ্ভাবিত জিংক সমৃদ্ধ ধান চাষ সম্প্রসারণে উৎসাহিত করতে এবং মানবদেহে জিংক ঘাটতি হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এ বিষয়ে আরো আলোচনা করেন, সদর উপজেলা খাদ্য  দপ্তরের খাদ্য পরিদর্শক, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম , বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট কামারখন্দ সিরাজগঞ্জের সাইন্টিফিক অফিসার সামিয়া লুৎফা হাসান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সিরাজগঞ্জ অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম,  সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আনোয়ার সাদাত, কাজিপুর উপজেলা কৃষি অফিসের কৃষি অফিসার কৃষিবিদ মো: শরিফুল ইসলাম, কামারখন্দ উপজেলার কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার মোছা: মিশু আক্তার তাড়াশ উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার মো: নাসির আহমেদ খান, বেলকুচি উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার সাব্বির আহমেদ শুভ, রায়গঞ্জ  উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার সামুরা আফসানা হক মৌনী, বাংলাদেশ সীড এ্যাসোসিয়েশন (বিএসএ) সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মামুনুল ইসলাম পাপ্পু, মানবমুক্তির সংস্থা কৃষিকর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


 
                                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                             
                             
                             
                             
                             
                             
                             
                            
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।