শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপি উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) নওগাঁ শহরের কেডির মোড়স্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. জাহিদুল ইসলাম ধলু,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হায়দার তুহিন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ,নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা,সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হাসান লিপ্ত



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।