সোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাষ্ট্রিয়াল পার্কে ককটেল নিক্ষেপ 

পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেটের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা । এতে পুড়ে গেছে সাইনবোর্ড । ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৫ টার দিকে। এছাড়াও পাশেই থাকা আরেকটি জমিতে কনস্ট্রাকশন কাজ চলছিল সেখানেও ককটেল নিক্ষেপ করেছে ৷

পুলিশ ও নিরাপত্তা কর্মীদের সূত্রে জানা যায়, কালিয়াকৈরে উপজেলার হরতকিতলা এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এ ভোরে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ভোর ৫ টার দিকে ঘটনাটি ঘটেছে, ওই সময় গেটে লোক ছিলো না। শব্দ শুনে বাহিরে এসে আগুন দেখতে পায়৷ পরে নিরাপত্তা কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণ করে।

গ্রামীন ইন্ডাস্ট্রিয়াল পার্কের নিরাপত্তা কর্মী সিরাজুল ইসলাম বলেন , ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গাজীপুরের কালিয়াকৈরের হরতকিতলা গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেটে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে । এ সময় সাইন বোর্ডে আগুন ধরে গেলে তা নিভেয়ে ফেলা হয় । আগুনে সাইনবোর্ডটি পুড়ে গেছে । আমরা ভেতরে ছিলাম, শব্দ শুনে এসে দেখি আগুন ধরে যায়।

এছাড়াও কালিয়াকৈর উপজেলার মেদি আশুলাই এলাকায় গভীর রাতে মাটি কাটার একটি ভ্যেকুতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান জানায় ভোরে দুর্বৃত্তরা বোতল ভর্তি কেরোসিন নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিতে চেষ্টা করে।এসময় টহলরত পুলিশ উপস্থিতি টের পেয়ে দ্রুত তারা পালিয়ে যায়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়