হরিরামপুরে জামায়াতের যুব বিভাগের সভাপতি রবিউল সেক্রেটারি মঞ্জুর
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুব বিভাগের সেটআপ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে হাফেজ রবিউল ইসলামকে সভাপতি ও মুহাম্মদ মঞ্জুর এলাহীকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
নবনির্বাচিত সেক্রেটারি মুহাম্মদ মঞ্জুর এলাহী হরিরামপুর উপজেলা শাখার বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি এবং বিচারপতি নুরুল ইসলাম কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, অতি শীঘ্রই হরিরামপুর উপজেলা যুববিভাগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।