রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় প্রয়াত লিয়াকত মাস্টার স্মরণে দোয়া, মিলাদ মাহফিল  ও স্মরণসভা অনুষ্ঠিত

আলমগীর কবির,ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর সভাধীন পুরাতন পরিবহন বাসস্ট্যান্ড সংলগ্ন আলফাডাঙ্গা নাবিক ঐক্য যুব সমাজ কার্যালয়ে প্রয়াত মেরিন মাস্টার  লিয়াকত হোসেন এর রুহের মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর ) বিকালে  অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নৌযান ফেডারেশনের নাবিক বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠনের সদস্য ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনল্যান্ড মাস্টার অফিসার (BIWTC) মোঃ ইকরামুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক খন্দকার কায়েমূল মাস্টার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা নাবিক ঐক্য যুব সমাজ-এর প্রধান উপদেষ্টা মেরিন মাস্টার মোঃ বেলায়েত হোসেন।

বক্তারা বলেন, লিয়াকত মাস্টার ছিলেন একজন দক্ষ নাবিক মেরিন  মাস্টার এবং পেশার প্রতি নিবেদিতপ্রাণ মানুষ। তিনি যেভাবে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করেছেন, তা সব নাবিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট নাবিক ও মাস্টারদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদ মাস্টার, টুলু মাস্টার, ইউনুস মাস্টার, নাজমুল মাস্টার,  মোঃ আইয়ুব আলী মাস্টার, মোঃ সেলিম মাস্টার, শিমুল মাস্টার,  বাবু সরদার মাস্টার, সিহাব মাস্টার, মাসুদ মাস্টার, মুনসুর মাস্টার এবং ইবাদত মাস্টার সহ বিভিন্ন এলাকা থেকে আগত নৌযান ফেডারেশনের নাবিক বৃন্দ  প্রমুখ।

উল্লেখ্য, নাবিক লিয়াকত মাস্টার গত ৮ নভেম্বর ২০২৫ তারিখে স্টক জনিত কারনে  ইন্তেকাল করেন। মিলাদ মাহফিল শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়