রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বান্দরবানে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রোয়াংছড়িতে সদস্য সংগ্রহ ও গণসংযোগ

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চলছে তৃণমূল পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ নবায়ন ও গণসংযোগ কার্যক্রম। সেই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ অক্টোবর) সকালে জেলার রোয়াংছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয় সদস্য সংগ্রহ ও গণসংযোগ সভা।

সকালে রোয়ংছড়ি কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে রোয়াংছড়ি শিশু পার্ক প্রাঙ্গণে এসে শেষ হয় এবং বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক মা ম্যা চিং।

এসময় বিএনপির সদস্য সচিব মো: জাবেদ রেজা বলেন, তারেক রহমানের নির্দেশে রেইনবো নেশন বাস্তবায়নের মাধ্যমে সারাদেশের সাথে তাল মিলিয়ে সুন্দর সুশৃঙ্খল দেশ গঠনে কাজ করছি। এসময় তিনি আরো বলেন,পাহাড়,এখানকার সংষ্কৃতি আমাদের অলংকার সুতারাং পাহাড় কে বাদ দিয়ে বাংলাদেশ অকল্পনীয়।

ইতোমধ্যে পাহাড়ের বিভিন্ন দূর্গম এলাকার মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়ছে। আমরা প্রত্যেক ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে চাই।”পাহাড়ের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের আন্দোলনকে শক্তিশালী করতে চাই। জনগণই আমাদের শক্তি।৩১ দফা জনগণের অধিকার আদায়ে একটি বাস্তবসম্মত রূপরেখা। পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলেও জনগণকে সম্পৃক্ত করতেই এ সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হচ্ছে।

পাহাড়ের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে গণসংযোগের মাধ্যমে জনগণের মাঝে দলের ৩১ দফা পৌঁছে দিচ্ছেন নেতাকর্মীরা।

এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুসাইমং জসিম উদ্দীন তোষার,
জেলা বিএনপির সদস্য চনু মং মারমাসহ বান্দরবান জেলা বিএনপি ও রোয়াংছড়ি উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়