রাজস্ব খাতের আওতায় হালদা নদীতে ৪৪৭ কেজি পোনামাছ অবমুক্ত


রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি : প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় নদী সংলগ্ন পশ্চিম গহিরা হ্যাচারিতে উৎপাদিত ৪৪৭ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।
২৩ মে শুক্রবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে পোনা অবমুক্ত উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: হেমায়েত হোসেন, মৎস্য অধিদপ্তরের (বাস্তবায়ন শাখা) উপপরিচালক সরকার আনোয়ারুল কবীর আহমেদ,মৎস্য অধিদপ্তরের (মৎস্য পরিকল্পনা ও জরিপ) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদা খানম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, মৎস্য অধিদপ্তর হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক মুহাম্মাদ মিজানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাউজান মো: আলমগীর হোসেন আজাদী।
এ সময় স্থানীয় মৎস্যচাষী মোস্তাক, হালদা পাড়ের ডিম সংগ্রহকারী রোসাঙ্গীর আলম, বখতিয়ারসহ স্থানীয় ডিম সংগ্রহকারীরা তাদের বি়ভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
এদিন অতিথিবৃন্দ হালদা প্রকল্পের আওতায় হালদা নদীর রাউজান ও হাটহাজারী অংশের তিনটি সরকারি হ্যাচারির সংস্কার কাজ পরিদর্শন করেন এবং স্থানীয় ডিম সংগ্রহকারী ও পাহারাদারদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।