নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক টুটুল, সদস্য সচিব মানিক, সি: যুগ্ম আহবায়ক কামাল


সুবীর দাস, নওগাঁ প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নওগাঁ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এই কমিটি অনুমোদন করেন। তিন সদস্যবিশিষ্ট কমিটির নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিউল আজম টুটুল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক ও সি: যুগ্ম আহবায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল।
আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এর যৌথ স্বাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে এবং আগামী ১০দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।