সলঙ্গায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


মোঃ আখতার হোসেন হিরন: সারাদেশের ন্যায় ওয়ালটন প্লাজা সিরাজগঞ্জের সলঙ্গা শাখার আয়োজনে অসহায়,গরিব ও দুস্থ মানুষের সহায়তায় ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সলঙ্গা ভূষাল হাটা বটতলা ওয়ালটন প্লাজায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধীক রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়েছে।
এ সময় মেডিসিন, ডায়াবেটিস, গ্যাস্ট্রো লিভার, বাতব্যথা, হৃদরোগ, চর্ম ও যৌন, শিশু, গাইনী এবং চক্ষু রোগীদের একদল অভিজ্ঞ চিকিৎসক টিম দ্বারা সকল প্রকার রোগীদের চিকিৎসা সেবা প্রদানসহ ডায়াবেটিস ও ব্লাড গ্রুপ বিনামূল্যে চেক করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা সলঙ্গা শাখার ম্যানেজার মো. বেলাল হোসেন, সাংবাদিক ও অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ওয়ালটন প্লাজার এমন ব্যতিক্রম আয়োজন বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে ষাটোর্ধ বয়সী মহিলা,আলেয়া এবং আবুল সরকার এ প্রতিবেদককে জানান, আমরা গরীব মানুষ টাকার অভাবে ভালো কোন ডাক্তারের কাছে যেতে পারিনা। এখানে এসে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করাসহ ডাক্তারের (ফরদি) প্রেসক্রিপশন পেয়ে খুব খুশি হয়েছি। আল্লাহর কাছে দোয়া করি যেন তাদের ব্যবসায় মঙ্গল হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।