প্রজনন মৌসুমে হালদা নদী থেকে ১২ দিনের ব্যবধানে দুটি মৃত মা মাছ উদ্ধার


রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে চলছে কার্পজাতীয় মা মাছের প্রজনন মৌসুম।প্রজনন মৌসুমে ১২ দিনের ব্যবধানে দুটো মৃত মা মাছ উদ্ধারের ঘটনা ঘটেছে।১৫ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে নদীর রাউজান অংশের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় জোয়ারের স্রোতে মৃত মৃগেল মা মাছ ভাসতে দেখেন স্থানীয়রা।
তৎক্ষনাৎ রাউজান হাটহাজারী হালদা নদীর ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রোসাঙ্গীর আলম, ডিম সংগ্রহকারী আনোয়ার হোসেন ও মোহাম্মদ বখতেয়ার নদীতে ভাসমান অবস্থায় মৃত মৃগেল মাছটি উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসেন।
এটির ওজন ৫ কেজি ১০০ গ্রাম।দৈর্ঘ্যে ২ ফুট ৬ ইঞ্চি।মাছের মাথার নিছে থেতলানো ছিল।এর আগে গত ৪ মে রবিবার বেলা ৩টার দিকে হাটহাজারি উপজেলার মাদার্শার মুন্সিমাঝির ঘাটের পাশে মৃত আরেকটি কাতলা মাছ উদ্ধার করেন স্থানীয় রোসাঙ্গীর আলম ও মোহাম্মদ আনেয়ার। মাছের মাথায় আঘাতের চিহ্ন ছিল।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।