জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উদ্যাপন—শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ শাকিল মিয়া, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ উপলক্ষে শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রাণিসম্পদ খাতকে আরও গতিশীল ও জনবান্ধব করতে এ উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এসময় প্রাণিসম্পদ উন্নয়ন, রোগ প্রতিরোধ, খামারি সহায়তা ও আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ বিষয়ে সরকারি পদক্ষেপ তুলে ধরা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুধ, ডিম ও মাংস উৎপাদনে খামারিদের অবদান দেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নিচ্ছে। সঠিক প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সময়োপযোগী সরকারি সহযোগিতা প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করবে। প্রদর্শনীতে উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, খামার প্রযুক্তি ও ভেটেরিনারি সেবাসহ নানা স্টল স্থান পায়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, খামারি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সপ্তাহজুড়ে বিনামূল্যে প্রাণী চিকিৎসা, ভ্যাকসিনেশন, খামার ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম ও পরামর্শ সেবা চলবে বলে জানান আয়োজকরা।
দেশের প্রাণিসম্পদ খাতকে আরও শক্তিশালী করতে সরকারি-বেসরকারি সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।