মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাতের আধারে নওগাঁ প্রাণিসম্পদের সরকারি গাছ কাটার অভিযোগ

নওগাঁ প্রতিনিধি: সরকারি গাছ কাটতে হলে সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন, উপজেলা পরিষদের রেজল্যুশন এবং টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার নিয়ম রয়েছে। তবে এসব আইনগত প্রক্রিয়া উপেক্ষা করে রাতের আধারে নওগাঁ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের চত্বরে থাকা দুটি মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা যায়, নওগাঁ জেলা প্রানিসম্পদ অধিদপ্তরের গ্যারেজ নির্মানের কাজ চলছে। কাজ চলা অবস্থায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাউকে না জানিয়ে প্রায় সাত দিন আগে অধিদপ্তরের প্রাঙ্গণে থাকা মূল্যবান দুটি মেহগনি গাছ কোনো প্রকার টেন্ডার আহ্বান ছাড়াই রাতারাতি কেটে ফেলা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাছ কাটার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

জানা যায়, গাছ দুটি কাটার বিষয়ে উপজেলা প্রশাসন বা বন বিভাগকে কোনো প্রকার আনুষ্ঠানিক চিঠি বা অনুমোদন গ্রহণের রেকর্ড পাওয়া যায়নি। ফলে সরকারি সম্পদ অপচয় ও অনিয়মের অভিযোগে ঘটনাটি তদন্তের দাবি উঠেছে। অফিসের কর্মচারিরা জানান, গাছ কাটার কোন টেন্ডার হয়েছে কি-না তাদের জানা নেই তবে জেলা প্রানিসম্পদ কর্মকতা ডাঃ মোঃ মাহফুজার রহমানের আদেশে এসব কাজ করা হয়েছে।জেলা প্রানিসম্পদ কর্মকতা ডাঃ মোঃ মাহফুজার রহমানের সাথে দেখা করার চেষ্টা করা হলেও ঢাকায় থাকার কারনে তার সাথে দেখা করা সম্ভব হয়নি। এছাড়াও মুঠফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে নওগাঁ প্রানিসম্পদের জেলা ট্রেনিং অফিসার ডাঃ গৌরাঙ্গ কুমার তালুকদার বিনা টেন্ডারে গাছ কাটার বিষয় স্বীকার করেছেন। তিনি বলেন, স্যার না থাকায় আমি তিন দিনের দায়িত্বে আছি। আমি এসবের বিষয়ে কিছু জানি না। সব স্যার জানে। কাজের সুবিধার জন্য গাছ কাটা হয়েছে। যেহেতু ভুল করে গাছ কেটে ফেলা হয়েছে এখন টেন্ডার করে গাছ বিক্রি করা হবে এবং টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়