সোমবার, ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

একজন বেলায়েত, দুই দলের নেতৃত্বে—মোহনগঞ্জে বিএনপি–জামায়াত দ্বৈত পদে তোলপাড়

সংবাদের আলো ডেস্ক: নেত্রকোনার মোহনগঞ্জে একই ব্যক্তির দুই রাজনৈতিক দলের দায়িত্ব পালন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। সমাজ সহিলদেও ইউনিয়নের বাসিন্দা বেলায়েত হোসেন একদিকে ইউনিয়ন জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক, অন্যদিকে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি পদে রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিএনপি সূত্র জানায়, বেলায়েত দীর্ঘদিন ধরেই দলের সক্রিয় কর্মী।

২০২১ সালের অনুমোদিত কমিটিতে তিনি সহ-সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন এবং গত ১৯ জুন ইউনিয়ন বিএনপির সভাপতি পদে উপনির্বাচনে কাউন্সিলর হিসেবেও অংশ নেন। অন্যদিকে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহফুজুর রহমান জানান, ২০১৯ সালে বেলায়েত ‘জামায়াত ট্যাগে’ গ্রেপ্তার হলে জামায়াত তার পাশে দাঁড়ায় এবং আইনি সহায়তা দেয়। পরে কৃতজ্ঞতা থেকে বেলায়েত ২০২১ সালে জামায়াতে যোগ দেন এবং বর্তমানে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

বেলায়েত নিজেও স্বীকার করেন, তিনি এখন জামায়াতের সাধারণ সম্পাদক। বিএনপি থেকে নাম কাটার অনুরোধ দিলেও লিখিত আবেদন না করায় তার নাম কমিটি থেকে বাদ যায়নি। তিনি দাবি করেন, সর্বশেষ ইউনিয়ন বিএনপির অভ্যন্তরীণ নির্বাচনে তিনি ভোট দেননি, শুধু পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্নু মিয়া বলেন, বেলায়েতের জামায়াতে যুক্ত হওয়ার কথা শুনেছেন, শিগগিরই গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনও একই সুরে বলেন, বিষয়টি উপজেলা নেতৃত্বের সঙ্গে পরামর্শ করে সাংগঠনিকভাবে নিষ্পন্ন করা হবে। দুই দলের দুই পদে থেকে বেলায়েতের এ দ্বৈত পরিচয় রাজনৈতিক অঙ্গনেই এখন বড় প্রশ্ন—বেলায়েত, তুমি কার?

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়