বেলকুচিতে অক্সফোর্ড স্কলার স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে ইংলিশ ভার্ষণ শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড স্কলার স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে পৌর এলাকার শেরনগরে অবস্থিত অক্সফোর্ড স্কলার স্কুল প্রঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অক্সফোর্ড স্কলার স্কুলের প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সভাপতিত্বে ও ফাতেমা আক্তার লাকী’র সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া বাবু সরকার। প্রধান অতিথির বক্তব্যে গোলাম কিবরিয়া বাবু সরকার বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষার উপর জোর দিতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শামচ্ছুজামান অপু, আব্দুর রউফ কমল, মো: আক্তার মন্ডল প্রমুখ। এসময় ২৮ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।