রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক নিহত, বিক্ষুব্ধ জনতার ভাংচুর
সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক সাইফুল ইসলাম নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-ষ্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ঘুড়কা ইউনিয়নের রয়হাটি গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে। স্থানীয়রা জানায়, তিনি ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে ঘুড়কা দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন।
পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ভূঁইয়াগাঁতী সাব-ষ্টেশনের সামনে সড়ক অবরোধ করলে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক মুক্ত করতে দেরি করলে বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের সাব-ষ্টেশনে ভাংচুর চালান। এতে অফিসের কিছু কক্ষ ও সামান্য সরঞ্জান নষ্ট হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান। স্থানীয়রা বলেন, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে পশু চিকিৎসার কাজ করছিলেন এবং এলাকায় বিশেষভাবে পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যু এবং সড়ক পরিস্থিতি জনজীবনে ক্ষোভ সৃষ্টি করেছে।
স্থানীয়দের দাবি, ঢাকা-বগুড়া মহাসড়কের বিপজ্জনক কিছু স্থানে দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। প্রতিবাদ ও সংঘর্ষের ঘটনায় থানার পুলিশ পরিস্থিতি শান্ত করার পাশাপাশি তদন্ত শুরু করেছে। এ ঘটনায় ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।