শেরপুরে বিএনপির আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে শেরপুর সদর বিএনপি’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় কর্মসূচীর উদ্বোধন করেন শেরপুর সদর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. সিরাজুল ইসলাম আহ্বায়ক, জেলা বিএনপির সদস্যসচিব অধ্যক্ষ এ.বি.এম মামুনুর রশিদ পলাশ,ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দিপু,ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) কোষাধ্যক্ষডা. মোঃ মেহেদি হাসান, ময়মনসিংহ বিভাগ, ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)সাংগঠনিক সম্পাদক ডা. সায়েম মনোয়ার, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী সহ জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং হাজার হাজার নারী-পুরুষ রোগিরা উপস্থিত ছিলেন।
বিএনপি জানায়, আজকের ফ্রি মেডিকেল ক্যাম্পে শেরপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নের মোট ৪ হাজার নারী পুরুষ চিকিৎসাসেবা এবং বিনামূল্যে বিতরনের ওষুধ গ্রহন করেন। এছাড়া জটিল রোগীদের ক্ষেত্রে রোগ নির্ণয়ে শেরপুরের একটি বেসরকারি হাসপাতালে শতকরা ৫০ ভাগ ছাড়ের ব্যবস্থা করা হয়।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।