আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘণ্টা পর মিলল ৭ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ
আলমগীর কবির, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর জায়ান রহমান (৭) নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া পশ্চিমপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাগানে গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। নিহত জায়ান রহমান ওই এলাকার গ্রীস প্রবাসী পলাশ মোল্যার ছেলে। সে পাকুড়িয়া জাভেদ পারভেজ কিন্ডারগার্টেনের নার্সারির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জায়ান স্কুল থেকে বাড়িতে ফেরে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে সে খেলতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। নির্দিষ্ট সময়ে সে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে এলাকায় মাইকিংও করা হয়। বেলা আনুমানিক ১টার দিকে প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা গোলাম মোল্যার বাড়ির পাশে একটি পরিত্যক্ত বাগানে স্থানীয় বাসিন্দারা শিশু জায়ানের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি খঁই বাবলা গাছের ডালের সঙ্গে শিশু জায়ানের মরদেহ ঝুলছে, যা মাটি থেকে মাত্র এক ইঞ্চি ওপরে ছিল। এ ছাড়া শিশুটির পরনের প্যান্ট দিয়ে তার মাথা ও মুখন্ডল ঢাকা অবস্থায় ছিল। এই অস্বাভাবিক পরিস্থিতি দেখে স্থানীয়দের মধ্যে এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ সৃষ্টি হয়েছে।
ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা সিনথিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, ‘আমার নিষ্পাপ বুকের মানিককে কোন অপরাধে এমন নির্মমভাবে হত্যা করা হলো। আমি আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।
পাকুড়িয়া জাভেদ পারভেজ কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার বলেন, ‘জায়েদ একজন মেধাবী শিক্ষার্থী। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ জানাই, দ্রুত তদন্তের মাধ্যমে এই নৃশংস ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করা হোক।’
এ বিষয়ে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজালাল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। প্রকৃত ঘটনা উদঘাটন করতে এবং ঘটনার নেপথ্যের কারণ জানতে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।