সব রাজনৈতিক দলের পুনঃনিবন্ধনের দাবি জানালেন ইশরাক
সংবাদের আলো ডেস্ক: ইসির নিবন্ধনে থাকা সব রাজনৈতিক দলের পুনঃনিবন্ধনের দাবি জানিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। রবিবার (৯ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে দুপুর ২টার দিকে আমরণ অনশনে থাকা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘তারেক রহমানের আমজনতার দলের নিবন্ধন না দিলে কোন কোন দল শর্ত পূরণ করেছে প্রত্যেকটির অডিট রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে। ইসির নিবন্ধনে থাকা ৫৭টি রাজনৈতিক দলের খোঁজ নিলে দেখা যাবে অনেক রাজনৈতিক দল আসলে দলই না।’
তিনি বলেন, ‘আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই প্রত্যেকটি রাজনৈতিক দলের পুননিবন্ধনের প্রক্রিয়া চালু হোক সেটি চাই। তার মাধ্যমে আসলেই বাছাই করা হোক যে, কারা রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার যোগ্য এবং কারা ভুঁইফোড় রাজনৈতিক দল। এসব দলকে ক্ষমতাসীনরা যখন যে যার সুবিধা মতো প্রতিষ্ঠা করেছে।’
অনশনরত তারেক রহমানের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, ‘তার পাশে সহযোদ্ধা হিসেবে রয়েছি এবং আমরা জোরাল দাবি জানাচ্ছি- অবিলম্বে তার দলকে নিবন্ধন দিতে হবে।’
ইশরাক বলেন, ‘আমরা দেখেছি সরকার কোনো কোনো ক্ষেত্রে একজন ব্যক্তি আসলে একদম গেট খুলে তাকে রিসিভ করার জন্য চলে আসে। আবার হাজার হাজার মানুষ দিনের পর দিন রাস্তায় বসে রোদে পুড়ে মরলেও এই সরকার কর্ণপাত করে না। এইটার আমি নিজেও একজন ভিক্টিম ছিলাম। কেন আজকে তারেক রহমানের সঙ্গে এই বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, আমরা জোরালভাবে এটার সমাধান চাই।’
দুই ছাত্র উপদেষ্টার কারণে তার দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না, তারেক রহমানের এমন মন্তব্যের প্রেক্ষিতে ইশরাক হোসেনের মতামত জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমি অস্বীকার করব না, উড়িয়ে দেওয়ারও কোনো সুযোগ নাই। কারণ তিনি (তারেক) যথেষ্ট সমালোচক ছিলেন। এই সরকারের বিশেষ করে এমন একটা সময় গিয়েছে, যখন বিশেষ বিশেষ ব্যক্তিদের সমালোচনা করা মানে ওই যে শেখ মুজিবের নাম নেওয়া যাবে না এ ধরনের একটা পরিস্থিতি ছিল।’
তিনি আরো বলেন, ‘সেই সময়ও তারেক রহমান সমালোচনা করে গিয়েছেন, সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলেছেন। তাই এটা উড়িয়ে দেওয়া যায় না। তাদের রাজনৈতিক শক্ত প্রতিপক্ষ দাঁড়ায় যায় কি না। যেহেতু তারা সমবয়সী একটা রাজনৈতিক প্লাটফর্ম থেকে এসেছে। সেটি একটি কারণ হতে পারে।’


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।