শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিএনপির র‍্যালীতে বিপুল জনসমাগম, গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ ভিপি আয়নুল হকের ‎ ‎

খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‎‎সিরাজগঞ্জের তাড়াশে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। ‎ ‎র‍্যালিতে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ, সলঙ্গা) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জেল-জুলুম ও নির্যাতিত জননেতা ভিপি আয়নুল হক।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফছার আলী, সাবেক সাধারণ সম্পাদক এটিএম আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার,এবং বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। ‎ ‎র‍্যালিটি তাড়াশ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ‎ ‎সমাবেশে বক্তারা বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনে সৈনিক-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিস্মরণীয় ভূমিকা রাখে।” ‎ ‎ভিপি আয়নুল হক তাঁর বক্তব্যে বলেন,“৭ই নভেম্বর শুধু একটি তারিখ নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র রক্ষার প্রতীক।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও চেতনা আমাদের আন্দোলনের দিকনির্দেশনা দেয়। আমরা সেই চেতনা ধারণ করে রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাব।”‎ র‍্যালি ও সমাবেশকে ঘিরে তাড়াশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পুরো উপজেলা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়