বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান নিয়োগ

মোঃ শাহিদুল ইসলাম সবুজ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান (নিউটন)। বুধবার (১৫ অক্টোবর) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে এ নিয়োগ দেয়া হয়।

অফিস আদেশে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ধারা ২৪ এর উপধারা (৩) মোতাবেক ১০.১০.২০২৫ তারিখ থেকে যোগদান কার্যকর হওয়ার শর্তে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মো. আসাদুজ্জামান কে আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হলো। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী তিনি দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়