বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উল্লাপাড়ায় জামায়াতের ওয়ার্ড আমীরসহ ৩০ জন বিএনপিতে যোগদান

রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড আমীরসহ ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজিত কর্মী সভায় তারা বিএনপিতে যোগ দেন। ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আনোয়ার হোসেন তার নেতৃত্বে ৩০ জন কর্মী নিয়ে অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী, পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব ও সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান জ্যোতি। তিনি নতুন যোগদানকারীদের বরণ করে নেন এবং বিএনপির পতাকা হাতে তুলে দেন। এ বিষয়ে বাঙালা ইউনিয়ন জামায়াতের আমীর আমিনুল ইসলাম জানান, আনোয়ার হোসেনকে প্রায় ছয় মাস আগে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তার সঙ্গে আরও ৩০ জন কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন কিনা সে বিষয়ে তিনি অবগত নন।

খাঁন সাঈদ হাসান জ্যোতি বলেন, বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি (কাটার মহল, চক-বাঙালা ও গাড়াবাড়ি এলাকায়) আয়োজিত কর্মী সভায় জামায়াতের ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনসহ ৩০ জন কর্মী আমার হাত ধরে বিএনপিতে যোগ দিয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়