সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বারো দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী সোনালীর, সন্ধান চায় পরিবার

উজ্জ্বল অধিকারী: বারো দিনেও সন্ধান মেলেনি সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ স্কুলছাত্রীর সোনালী খাতুনের (১৬)। এতদিন পার হলেও মেয়ের খোঁজ না পেয়ে হতাশা আর আতঙ্কে দিন কাটাচ্ছে সোনালীর পরিবার। তবে পুলিশ বলছে নিখোঁজ স্কুলছাত্রীকে খুঁজে পেতে অনুসন্ধান চলছে। গত ১ অক্টোবর বুধবার সকালে বাসা থেকে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যান সোনালী খাতুন। এরপর আর তার সন্ধান পাওয়া যায়নি। পরিবার আত্বীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও সন্ধান না পাওয়ায় এ ঘটনায় বেলকুচি থানায় একটি জিডিও করেন সোনালীর মা আঞ্জু মনোয়ারা বেগম।

সে উপজেলার বওড়া নতুনপাড়া এলাকার আবু তাহিরুলের মেয়ে ও স্থানীয় কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। জানা যায়, গত ১ অক্টোবর ভোর ৬টায় নিজ বাড়ী থেকে মুকুন্দগাঁতীতে কোচিংয়ে পড়তে যায় সোনালী। এরপর আর সে ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এ বিষয়ে ২ অক্টোবর সোনালী মা মোছা. আঞ্জু মনোয়ারা বেগম বেলকুচি থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

সোনালীর স্বজনদের অভিযোগ, থানায় ডায়রী করার ১২ দিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত তার সন্ধান বের করতে পারেনি। তাদের নাবালিকা মেয়ে কোথায় কিভাবে আছে তা নিয়ে নানা শঙ্কা বিরাজ করছে পরিবারের মাঝে। অবিলম্বে সোনালীর সন্ধান চান তার বাবা-মা সহ আত্মীয়-স্বজনেরা। এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, সোনালী নামের স্কুলছাত্রী নিখোঁজের বিষয়ে থানায় জিডি হয়েছে। তাকে খুঁজে বের করতে আমাদের পুলিশের টিম কাজ করে যাচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়