বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার : জাহাঙ্গীর আলম

নুরুল ফেরদৌস,লালমনিরহাট প্রতিনিধি: আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বুধবার (১৫ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ  উপজেলা হাই স্কুল মাঠে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তি গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি বলেন, “বাংলাদেশ দেড়যুগ ধরে একদলীয় দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল ফ্যাসিস্ট সরকার। বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচিই পারে এই অন্ধকার থেকে জাতিকে মুক্তি দিতে। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে জনগণই হবে ক্ষমতার একমাত্র উৎস।
তিনি আরও বলেন, ধানের শীষ হচ্ছে মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও স্বাধীনতার প্রতীক। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই গণতন্ত্রের পুনর্জাগরণ ঘটবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।

৩১ দফার তাৎপর্য তুলে ধরে কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক জাহাঙ্গীর আলম  বলেন, এই কর্মসূচির মাধ্যমে আমরা প্রতিশ্রুতি দিয়েছি বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের জবাবদিহিতা, দুর্নীতির অবসান ও জনগণের অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার। ৩১ দফা নতুন বাংলাদেশের রূপরেখা।

কালীগঞ্জ  উপজেলা বিএনপির সদস্য-সচিব আমিনুল ইসলাম সভাপতিত্বে উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ বাবু সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম সদস্য ফারহান উদ্দিন পাশা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর  সাধারণ সম্পাদক কুদরতি মেহেরবান মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়