সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাবের চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

সংবাদের আলো ডেস্ক: আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতরা কেন গিয়েছেন, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, রাষ্ট্রদূতরা যে কারও বাসায় যেতে পারেন।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে যে আসবে, তার কাজ করবে ভারত। তবে দেশটির পররাষ্ট্র সচিবের এমন বক্তব্য অনভিপ্রেত। তিনি এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির ছবি নামানোর কোনো আইন নেই। তবে ছবি নামানো হয়েছে এবং তার চিঠি পেয়েছি। এটা নিয়ে কথা বলতে চাই না। ছবি টাঙানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়