বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঢাকা-৬ আসনে শ্রমিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা

মামুন শেখ, নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৬ আসনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর সূত্রাপুর এলাকায় ঢাকা দক্ষিণ শ্রমিক দলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনে এবং শ্রমিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক কর্মী এবং অসংখ্য শ্রমজীবী মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন,“এই দেশ শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের রক্তে অর্জিত। আজ সেই জনগণের অধিকার হরণ করা হয়েছে, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা সেই অধিকার ফিরিয়ে আনব— ইনশাআল্লাহ।

” তিনি আরও বলেন,“আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, ক্ষমতার জন্য নয়। শ্রমজীবী মানুষের ঘামেই এই শহর চলে, অথচ তাদের ন্যায্য প্রাপ্যটি তারা পায় না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি— নির্বাচিত হলে শ্রমিক সমাজের অধিকার রক্ষায় সবসময় পাশে থাকব।” ইশরাক হোসেন আহ্বান জানান,“ধানের শীষের পতাকা তলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ লড়াই কেবল একটি আসনের নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মুক্তির লড়াই। এই লড়াই আমরা জিতব— জনগণকে সাথে নিয়ে।

” সভায় বক্তারা বলেন, “ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনই জনগণের প্রকৃত প্রতিনিধি। তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে কাজ করে যাচ্ছেন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তাঁর নেতৃত্বই আজ সময়ের দাবি।” বক্তারা আরও বলেন, “ধানের শীষের বিজয় মানে শ্রমিকের বিজয়, জনগণের বিজয়।

আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষকে জয়ী করতে হবে।” সভাপতিত্বের বক্তব্যে ঢাকা দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুঁইয়া বলেন, “ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি শ্রমিক ও সাধারণ মানুষের প্রকৃত বন্ধু। তাঁর নেতৃত্বেই ঢাকা-৬ আসনে নতুন পরিবর্তনের সূচনা হবে।

আমরা শ্রমিক নেতৃবৃন্দ প্রতিজ্ঞা করছি— ইশরাক ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সর্বাত্মকভাবে কাজ করব। কোনো ষড়যন্ত্র বা ভয়ভীতি আমাদের রুখতে পারবে না।” সভা শেষে শ্রমিক নেতৃবৃন্দ ও কর্মীরা একযোগে প্রতিজ্ঞা করেন— ঢাকা-৬ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করতে তারা ঘরে ঘরে প্রচারণা চালাবেন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়