বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আগুনে সর্বস্বহারা আপন চন্দ্রের পাশে রাজারহাট প্রশাসন

রতন রায়, রাজারহাট, কুড়িগ্রাম প্রতিনিধি: রাজারহাট উপজেলার এক অসহায় দগ্ধ পরিবারের মাঝে জ্বলন্ত আশার আলো দেখালেন স্থানীয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে আয়োজিত এই সহায়তা বিতরণ ছিলো অন্ন, বস্ত্র ও নগদ অর্থের সহায়তা প্যাকেজ হস্তান্তর করা হয় আগুনে সর্বস্বান্ত আপন চন্দ্র রায়ের (৪৫) হাতে। রাজারহাট উপজেলার নাজিমখাঁন ইউনিয়ন এর রামকৃষ্ণ গ্রামে বাসিন্দা এক ভয়াবহ অগ্নিকাণ্ডে আপন চন্দ্র রায়ের ঘর-বাড়ি সহ সর্বস্ব হারিয়ে যায়।

এই দুর্ঘটনায় তিনি ও তার পরিবার এক রাতেই হয়ে পড়েন গৃহহীন ও সহায়-সম্বলহীন। এই সংকটময় মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছে রাজারহাট উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আল-ইমরান স্বয়ং উপস্থিত থেকে এই মানবিক সহায়তা তুলে দেন ভুক্তভোগীর হাতে।

এ সময় তিনি তার সাথে কথা বলে দুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন এবং দ্রুত পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সকল সহায়তার আশ্বাস দেন। ইউএনও মো: আল-ইমরান এ সময় বলেন, “উপজেলা প্রশাসনের মূল দায়িত্ব শুধু শাসন করা নয়, মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোও আমাদের প্রধান কর্তব্য। আপন চন্দ্র রায়ের মতো অসহায় মানুষের পুনর্বাসন ও সহায়তাই এখন আমাদের অগ্রাধিকার। আমরা প্রশাসনের সকল পক্ষ থেকে তার পাশে আছি এবং থাকব।

” এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম রসুল রাখি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: রহমত আলী সহ-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সহায়তা পাওয়ার পর কৃতজ্ঞতাভরে আপন চন্দ্র রায় বলেন, “আগুনে সব পুড়ে গিয়েছিল, মনে হচ্ছিল জীবন থেমে গেছে। কিন্তু ইউএনও স্যার ও সব অফিসাররা যে সাহায্য করলেন, তাতে আবার বাঁচার আশা জেগেছে। আল্লাহ তাদের মঙ্গল করুক।

” স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন ভুক্তভোগী পরিবারটির পুনর্বাসন ও আর্থিক স্বাবলম্বনের জন্যও পরিকল্পনা রয়েছে । এই মানবিক উদ্যোগ স্থানীয় মানুষদের মধ্যে প্রশাসনের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়