রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আশুলিয়ায় বাইপাইল আন্ডারপাসেক ব্যবসায়ী ও নাগরিকদের পরিস্কার-পরিচ্ছন্নতা উদ্যোগ

স্টাফ রিপোর্টার: ঢাকার আশুলিয়ায় অযত্নে-অবহেলায় দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরাট হয়ে রয়েছে বাইপাইল আন্ডারপাস। ফলে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তির পাশাপাশি তৈরি হয়েছে দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি। জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়েই রাস্তা পার হচ্ছে পথচারীরা।

সোমবার (০২ অক্টোবর) দুপুরে বাইপাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা স্বেচ্ছাশ্রমে আন্ডারপাসে পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম হাতে নেন। 

এ সময় তারা আবর্জনা অপসারণ এর মাধ্যমে আন্ডারপাসকে চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা করেন। বাইপাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আইয়ুব খান বলেন, “এটা আমাদের প্রতিদিনের চলাচলের জায়গা। সরকারিভাবে কোনো পদক্ষেপ না থাকায় আমরা নিজেরাই পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছি।

বাইপাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. হযরত আলী জানান, নিয়মিত পরিষ্কার না হওয়ায় আন্ডারপাসটি অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করেছিল। তিনি কর্তৃপক্ষকে স্থায়ী সমাধানের জন্য নিয়মিত তদারকির আহ্বান জানান।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়