বুধবার, ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় গোপালপুর ইউনিয়ন আ’লীগের কমিটিতে নাম অন্তর্ভুক্ত হওয়ার  প্রতিবাদে “সংবাদ সম্মেলন”

আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে নিজের নাম অন্তর্ভুক্ত হওয়ায় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছেন উপজেলার গোপালপুর বাজারে প্রতিষ্ঠিত সার ও কীটনাশক ব্যবসায়ী পাড়াগ্রাম নিবাসী আলতাফ হোসেন এর পুত্র মো. জাকির হোসেন মুরাদ।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে তিনি তার নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে জাকির হোসেন মুরাদ জানান, ২০২২ সালে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি খান মোনায়েম হোসেন ও সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন ( দলীয় পদ থেকে বহিস্কৃত/অব্যাহতি) স্বাক্ষরে ঘোষিত কমিটিতে তাকে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু বিষয়টি তিনি কখনোও জানেননি, জানানো হয়নি।

তিনি বলেন, আমি একজন সৎ ব্যবসায়ী। সার ও কীটনাশক সহ অন্যান্য  ব্যবসাই আমার একমাত্র পেশা ও নেশা। ইহা ছাড়া কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি  জড়িত ছিলাম না, এখনো নেই। তাই আমার নাম রাজনৈতিক কমিটি থেকে বাতিল করার অনুরোধ জানাচ্ছি এবং আমাকে না জানি উক্ত কমিটিতে আমার নাম দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জাকির হোসেন মুরাদ এর দাবি, জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হলেও তাতেও তার নাম যুক্ত রয়েছে—যা তাকে বিব্রত করেছে। তাই তিনি সংবাদ মাধ্যমে  বিষয়টি সবার সামনে তুলে ধরেন। স্থানীয় ব্যবসায়ী নাঈম ইসলাম নাজমুল বলেন, মুরাদ ভাই যেভাবে বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরেছেন, এতে আমরা আনন্দিত। তিনি সব সময় ব্যবসায় নিয়োজিত মানুষ, রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই, এটা তিনি সাহস করে জানিয়েছেন, এতে বিভ্রান্তি দূর হলো।

উপজেলার পাড়াগ্রামের বাসিন্দা  আব্দুর রাজ্জাক শেখ বলেন,আমরা খুশি যে মুরাদ ভাই ভদ্রভাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ভুল বোঝাবুঝি থেকে এলাকায় যে আলোচনা হচ্ছিল, তার স্পষ্ট বক্তব্যে তা দূর হয়েছে, এ বিষয়ে আমরা তার পাশে আছি।

সংবাদ সম্মেলনের শেষে মো. জাকির হোসেন মুরাদ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে, তিনি ভবিষ্যতেও অরাজনৈতিক পরিচয় বজায় রেখে ব্যবসায়ে মনোযোগ হতে চান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়