বনবাড়ীয়া নূরানী মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান অনুষ্ঠিত
মো: আখতার হোসেন হিরন, সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় বনবাড়ীয়া নূরানী মাদ্রাসায় আজ রবিবার সকাল ১০ ঘটিকায় প্রথম শ্রেনির ৮১জন শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ শিক্ষার প্রথম ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার মুহতামিম মুফতি মাওঃ মোঃ তৌফিকুল ইসলাম খান ও হাফেজ মাও: ফিরোজ আহমেদ এর পরিচালনায় ছবক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মো: আব্দুর রহমান মাস্টার সাহেব।
ভবিষ্যৎ দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো:আবু তোরাব সরকার। এসময় শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ শিক্ষার প্রথম ছবক প্রদান করেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি খালিদ সাইফুল্লাহ শাহরাস্তভী, চেয়ারম্যান বাংলাদেশ নূরানী কুরআন শিক্ষা ফাউন্ডেশন ও প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা।
এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সদস্য আলহাজ্ব মাও: নুরুল আমিন,মাওলানা আব্দুল গফুর মোল্লা,নায়েবে আমির সলঙ্গা থানা জামায়াতে ইসলামী। মাওলানা আব্দুর রউফ, সাবেক উপাধক্ষ্য, সাংবাদিক আবু হানিফ সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক অভিভাবিকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিশেষে সকলের সুস্বাস্থ্য, মুসলিম উম্মার শান্তি কামনা করে ও অত্র প্রতিষ্ঠানের সফলতা অর্জনের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।