উলিপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও
খালেক পারভেজ লালু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উলিপুরের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, একটি আদর্শ, উন্নত ও সুশৃঙ্খল উপজেলা গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি উপজেলায় কর্মরত সাংবাদিকসহ সকল স্তরের অংশীজনদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ও গণসচেতনতা বৃদ্ধি পাবে। এজন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। এ সময় বক্তব্য রাখেন-সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, মন্জুরুল হান্নান,মাও. মমতাজুল হাসান করিমী, লক্ষণ সেনগুপ্ত, সহিদুল আলম বাবুল, হাফিজুর রহমান শাহীন, আসলাম উদ্দিন আহমেদ প্রমুখ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।