কালিয়াকৈরে মাদকাসক্ত যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার


পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাশতলী বাগাম্বর এলাকা থেকে সোমবার সকালে বন্ধ ঘর থেকে মাদকাসক্ত যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত ওই যুবক হলেন উপজেলার মৌচাক ইউনিয়নের বাশতলী বাগাম্বর এলাকার মহিউদ্দিন হোসেনের ছেলে কায়কোবাদ মিয়া (৩০)। পুলিশ সূত্র জানায় কায়কোবাদ মাদকাসক্ত ছিলেন এর আগেও তাকে বেশ কয়েকবার মাদকাসক্ত নিয়াময় কেন্দ্রে রাখা হয়।
মাদক সেবনের কারনে পরিবারের সদস্যদের সাথে তেমন সম্পর্ক নেই। কয়েকদিন আগে তার স্ত্রী তিন বছরের ছেলে সন্তান কে নিয়ে ঝগড়া করে বাবার বাড়ি চলে যায়। এদিকে তিনদিন ধরে ঘরের দরজা বন্ধ থাকায় ভিতরে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। অতিরিক্ত দুর্গন্ধ দেখে প্রতিবেশীরা দরজার ফাঁক দিয়ে ওই যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানালে সোমবার সকালে ঘরের দরজা ভেঙে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।ওই যুবক ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
মৌচাক ফাঁড়ি পুলিশের ইনচার্জ শামীম আক্তার বলেন বন্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনদিন আগে আত্মহত্যা করেন।যুবক মাদকাসক্ত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।